মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ২১০২
৯. দ্বিতীয় অনুচ্ছেদ - ইতিকাফ
২১০২। হযরত আনাস (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) প্রত্যেক রমযানের শেষ দশক এ'তেকাফ করিতেন; কিন্তু এক বৎসর তিনি তাহা করিতে পারিলেন না। অতঃপর যখন পরবর্তী বৎসর আসিল, তিনি বিশ দিন এ'তেকাফ করিলেন। —তিরমিযী।
عَنْ أَنَسٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْتَكِفُ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ فَلَمْ يَعْتَكِفْ عَامًا. فَلَمَّا كَانَ الْعَامُ الْمقبل اعْتكف عشْرين. رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

ইহাতে বাহ্যত বুঝা যায় যে, এ'তেকাফ করা ওয়াজিব। কিন্তু হুযূর কখনও যোহরের সুন্নতেরও কাযা করিতেন। অতএব, আমরা এ'তেকাফকে সুন্নত বলি।
tahqiqতাহকীক:তাহকীক চলমান