মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৮- রোযার অধ্যায়
হাদীস নং: ২০৯৪
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - লায়লাতুল কদর
২০৯৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে উনাইস (রাঃ) বলেন, একবার আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! পল্লীগ্রামে আমার বাড়ী। আমি তথায় বাস করি এবং আলহাম্দুলিল্লাহ্ তথায় নামাযও পড়ি। সুতরাং আমাকে রমযানের একটি নির্দিষ্ট রাত্রির কথা বলিয়া দিন, যাহাতে আমি (শবে কদরের তালাশে) আপনার এই মসজিদে আসিতে পারি ? তখন হুযুর (ﷺ) বলিলেনঃ আচ্ছা, তবে তুমি তেইশে রাত্রিতেই আস! (রাবী বলেন,) অতঃপর কেহ তাঁহার পুত্রকে জিজ্ঞাসা করিল, আপনার পিতা তখন কি করিতেন? সে উত্তর করিল, তিনি যখন আছরের নামায পড়িতেন, মসজিদে প্রবেশ করিতেন অতঃপর (মানাবীয় হাজত ব্যতীত) কোন কাজে বাহির হইতেন না, যাবৎ না ফজর পড়িতেন। যখন ফজর পড়িতেন, মসজিদের দরজায় আপন বাহনটি প্রস্তুত পাইতেন এবং উহায় চড়িয়া আপন পল্লীতে চলিয়া যাইতেন। —আবু দাউদ
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ أُنَيْسٍ قَالَ: قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي بَادِيَةً أَكُونُ فِيهَا وَأَنا أُصَلِّي فِيهَا بِحَمْد الله فَمُرْنِي بِلَيْلَةٍ أَنْزِلُهَا إِلَى هَذَا الْمَسْجِدِ فَقَالَ: «انْزِلْ لَيْلَة ثَلَاث وَعشْرين» . قيل لِابْنِهِ: كَيْفَ كَانَ أَبُوكَ يَصْنَعُ؟ قَالَ: كَانَ يَدْخُلُ الْمَسْجِدَ إِذَا صَلَّى الْعَصْرَ فَلَا يَخْرُجُ مِنْهُ لِحَاجَةٍ حَتَّى يُصَلِّيَ الصُّبْحَ فَإِذَا صَلَّى الصُّبْحَ وَجَدَ دَابَّتَهُ عَلَى بَابِ الْمَسْجِدِ فَجَلَسَ عَلَيْهَا وَلحق بباديته. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
'যখন আছরের নামায পড়িতেন'—অর্থাৎ, আছরের সময় যাইতেন ও তথায় আছরের নামায পড়িতেন এবং ফজর পর্যন্ত এ'তেকাফের নিয়তে মসজিদে থাকিতেন।
