মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৮- রোযার অধ্যায়
হাদীস নং: ২০৯৫
৮. তৃতীয় অনুচ্ছেদ - লায়লাতুল কদর
২০৯৫। হযরত উবাদা ইবনে সামেত (রাঃ) বলেন, একবার নবী করীম (ﷺ) আমাদিগকে শবে কদরের সংবাদ দেওয়ার জন্য বাহির হইলেন। এ সময় মুসলমানদের দুই ব্যক্তি কলহ আরম্ভ করিল। হুযূর বলিলেন, আমি তোমাদিগকে শবে কদর সম্পর্কে খবর দেওয়ার জন্য বাহির হইয়াছিলাম; কিন্তু অমুক অমুক কলহে লিপ্ত হইল, ফলে উহা (আমার অন্তর হইতে) উঠাইয়া লওয়া হইল। সম্ভবতঃ ইহা তোমাদের জন্য মঙ্গলই হইয়াছে। সুতরাং তোমরা উহা ২৯ শে রাত্রি, ২৭ শে রাত্রি ও ২৫ শে রাত্রিতে তালাশ করিবে। —বুখারী
عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ: خَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُخْبِرَنَا بِلَيْلَةِ الْقَدْرِ فَتَلَاحَى رَجُلَانِ مِنَ الْمُسْلِمِينَ فَقَالَ: «خَرَجْتُ لِأُخْبِرَكُمْ بِلَيْلَةِ الْقَدْرِ فَتَلَاحَى فُلَانٌ وَفُلَانٌ فَرُفِعَتْ وَعَسَى أَنْ يَكُونَ خَيْرًا لَكُمْ فَالْتَمِسُوهَا فِي التَّاسِعَةِ وَالسَّابِعَة وَالْخَامِسَة» . رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
উপরের এক হাদীসেও রহিয়াছে—তিনি উহার তারিখ স্বপ্নে দেখিয়াছিলেন ; কিন্তু পরে উহা ভুলিয়া গিয়াছেন আর এ হাদীসেও তদ্রুপই দেখা যাইতেছে। ইহাতে বুঝা যাইতেছে যে, উহাকে গোপন রাখাই আল্লাহর ইচ্ছা, যাহাতে বন্দারা অধিক এবাদত করে। ইহা বন্দাদের আগ্রহের পরীক্ষাও বটে। এ হাদীস হইতে ইহাও বুঝা গিয়াছে যে, কলহ একটি বড় অভিশাপ। ইহা অনেক অকল্যাণের কারণ হইয়া দাড়ায়।
