মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ২০৯৩
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - লায়লাতুল কদর
২০৯৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ)-কে শবে কদর সম্পর্কে জিজ্ঞাসা করা হইল। তিনি বলিলেন, উহা পূর্ণ (অথবা প্রত্যেক) রমযানেই রহিয়াছে। –আবু দাউদ ইহা বর্ণনা করিয়াছেন এবং বলিয়াছেন, সুফিয়ান সওরী ও শো'বা ইহা প্রবীন তাবেয়ী আবু ইসহাক হইতে ‘মউকুফ' রূপে অর্থাৎ, হযরত ইবনে ওমরের বাণীরূপেই বর্ণনা করিয়াছেন।
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لَيْلَةِ الْقَدْرِ فَقَالَ: «هِيَ فِي كُلِّ رَمَضَانَ» . رَوَاهُ أَبُو دَاوُد وَقَالَ: رَوَاهُ سُفْيَان وَشعْبَة عَن أبي إِسْحَق مَوْقُوفا على ابْن عمر

হাদীসের ব্যাখ্যা:

'পূর্ণ (অথবা প্রত্যেক) রমযানেই রহিয়াছে'—অর্থাৎ, রমযানের শেষ দশকের মধ্যে সীমাবদ্ধ নহে। পূর্ণ রমযানেই হইতে পারে অথবা উহা রমযানের বাহিরে নহে। —হাদীসটির এই দুই অর্থই হইতে পারে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান