মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৮- রোযার অধ্যায়
হাদীস নং: ২০৯২
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - লায়লাতুল কদর
২০৯২। হযরত আবু বাকরা (রাঃ) বলেন, আমি শুনিয়াছি, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তালাশ করিবে উহাকে অর্থাৎ শবে কদরকে রমযানের নয় রাত্রি বাকি থাকিতে, অথবা সাত রাত্রি বাকি থাকিতে, অথবা পাঁচ রাত্রি বাকি থাকিতে অথবা তিন রাত্রি বাকি থাকিতে অথবা শেষ রাত্রিতে। (অর্থাৎ ২১, ২৩, ২৭, ও ২৯শে রাত্রিতে।) — তিরমিযী
وَعَنْ أَبِي بَكْرَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الْتَمِسُوهَا يَعْنَى لَيْلَة الْقدر فِي تسع بَقينَ أَو فِي سبع بَقينَ أَو فِي خمس بَقينَ أَوْ ثَلَاثٍ أَوْ آخِرِ لَيْلَةٍ» . رَوَاهُ التِّرْمِذِيُّ
