মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৮- রোযার অধ্যায়
হাদীস নং: ২০৮০
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - নফল সিয়ামের ইফতারের বিবরণ
২০৮০। যুহরী উরওয়া হইতে, উরওয়া বিবি আয়েশা হইতে বর্ণনা করেন যে, হযরত আয়েশা (রাঃ) বলিয়াছেন, একদিন আমি ও বিবি হাফসা রোযা রাখিয়াছিলাম এ অবস্থায় আমাদের নিকট কিছু খানা উপস্থিত করা হইল যাহা আমরা পছন্দ করি, সুতরাং আমরা উহা খাইলাম। অতঃপর হাফসা জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমরা রোযা ছিলাম এ অবস্থায় আমাদের নিকট কিছু খানা উপস্থিত করা হইল, যাহা আমরা পছন্দ করি! অতএব, আমরা খাইয়াছি। হুযূর (ﷺ) বলিলেনঃ উহার স্থলে অপর একদিন রোযা রাখিয়া দিও! —তিরমিযী
তিরমিযী এখানে হাদীস বিশেষজ্ঞদের (হুফ্ফাযদের) এমন এক দলের নাম উল্লেখ করিয়াছেন যাহারা হাদীসটি যুহরী হইতে এবং যুহরী আয়েশা (রাঃ) হইতে বর্ণনা করিয়াছেন অর্থাৎ মধ্যস্থ রাবী উরওয়ার নাম উল্লেখ করেন নাই। (সুতরাং হাদীসটি মুনকাতা) আর ইহাই সহীহ্ বর্ণনা । কিন্তু ইমাম আবু দাউদ ইহাকে উরওয়ার আযাদকৃত দাস জুমাইল হইতে, তিনি উরওয়া হইতে এবং উরওয়া আয়েশা হইতে বর্ণনা করিয়াছেন অর্থাৎ, এ বর্ণনা অনুসারে ইহা মুত্তাসিল হাদীস।
তিরমিযী এখানে হাদীস বিশেষজ্ঞদের (হুফ্ফাযদের) এমন এক দলের নাম উল্লেখ করিয়াছেন যাহারা হাদীসটি যুহরী হইতে এবং যুহরী আয়েশা (রাঃ) হইতে বর্ণনা করিয়াছেন অর্থাৎ মধ্যস্থ রাবী উরওয়ার নাম উল্লেখ করেন নাই। (সুতরাং হাদীসটি মুনকাতা) আর ইহাই সহীহ্ বর্ণনা । কিন্তু ইমাম আবু দাউদ ইহাকে উরওয়ার আযাদকৃত দাস জুমাইল হইতে, তিনি উরওয়া হইতে এবং উরওয়া আয়েশা হইতে বর্ণনা করিয়াছেন অর্থাৎ, এ বর্ণনা অনুসারে ইহা মুত্তাসিল হাদীস।
وَعَنِ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ: كُنْتُ أَنَا وَحَفْصَةُ صَائِمَتَيْنِ فَعَرَضَ لَنَا طَعَامٌ اشْتَهَيْنَاهُ فَأَكَلَنَا مِنْهُ فَقَالَتْ حَفْصَةُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّا كُنَّا صَائِمَتَيْنِ فَعُرِضَ لَنَا طَعَامٌ اشْتَهَيْنَاهُ فَأَكَلَنَا مِنْهُ. قَالَ: «اقْضِيَا يَوْمًا آخَرَ مَكَانَهُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَذَكَرَ جَمَاعَةً مِنَ الْحُفَّاظِ رَوَوْا عَنِ الزُّهْرِيِّ عَنْ عَائِشَةَ مُرْسَلًا وَلَمْ يذكرُوا فِيهِ عَن عُرْوَة وَهَذَا أصح
وَرَوَاهُ أَبُو دَاوُدَ عَنْ زُمَيْلٍ مَوْلَى عُرْوَةَ عَن عُرْوَة عَن عَائِشَة
وَرَوَاهُ أَبُو دَاوُدَ عَنْ زُمَيْلٍ مَوْلَى عُرْوَةَ عَن عُرْوَة عَن عَائِشَة
হাদীসের ব্যাখ্যা:
কোরআনে রহিয়াছে لَا تُبْطِلُوا أَعْمَالَكُمْ "তোমরা তোমাদের আমলকে নষ্ট করিও না!” অতএব, ইমাম আ'যম আবু হানীফা (রঃ) বলেন, নামায ও রোযা প্রভৃতি কোন নফল কাজ শুরু করা হইলে উহা বহাল রাখা উচিত যদি না কোন সঙ্গত ওযর দেখা দেয়। ওযরে, ভাঙ্গা হইলে পরে উহা কাযা করা আবশ্যক। এ হাদীসেও ইহাই রহিয়াছে। ইহাকে মুনকাতা বলিলেও অপর একটি মুত্তাসিল হাদীসে রহিয়াছে, আয়েশা বিনতে তালহা বলেন, হযরত আয়েশা (রাঃ) বলিয়াছেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) আমার নিকট উপস্থিত হইলেন। আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আমরা আপনার জন্য 'হায়স' রাখিয়াছি। হুযূর বলিলেন, আমি তো রোযার নিয়ত করিয়াছি। আচ্ছা, আন দেখি। পরে ইহার স্থলে আরেক দিন রাখিব। (তা'লীক শরহে মাসাবীহ) এছাড়া তিরমিযীর হাদীসটিকে ইবনে হাব্বান তাহার সহীহতে ইবনে আবি শায়বা তাহার মুসান্নাফে ও তাবরানী তাঁহার মু’জামে অপর সূত্রেও বর্ণনা করিয়াছেন। —মিরকাত
