মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ২০৮১
- রোযার অধ্যায়
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - নফল সিয়ামের ইফতারের বিবরণ
২০৮১। হযরত উম্মে উমারা বিনতে কা'ব (রাঃ) হইতে বর্ণিত আছে, একদা নবী করীম (ﷺ) তাঁহার নিকট উপস্থিত হইলেন। তিনি নবী করীমের জন্য খানা আনাইলেন। নবী করীম (ﷺ) বলিলেনঃ তুমিও খাও! তিনি বলিলেন, আমি রোযা। নবী করীম (ﷺ) বলিলেনঃ যখন রোযাদারের নিকট খানা খাওয়া হয় (আর সে সবর করে) ফেরেস্তাগণ তাহার জন্য দো'আ করিতে থাকেন যাবৎ না তাহারা খানা হইতে অবসর গ্রহণ করে। – আহমদ, তিরমিযী, ইবনে মাজাহ্ ও দারেমী
كتاب الصوم
وَعَن أم عمَارَة بنت كَعْب إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا فَدَعَتْ لَهُ بِطَعَامٍ فَقَالَ لَهَا: «كُلِي» . فَقَالَتْ: إِنِّي صَائِمَةٌ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الصَّائِمَ إِذَا أُكِلَ عِنْدَهُ صَلَّتْ عَلَيْهِ الْمَلَائِكَةُ حَتَّى يَفْرَغُوا» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه والدارمي
tahqiqতাহকীক:তাহকীক চলমান