মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৮- রোযার অধ্যায়
হাদীস নং: ২০৬৯
৬. তৃতীয় অনুচ্ছেদ - নফল সিয়াম প্রসঙ্গে
২০৬৯। হযরত জাবের ইবনে সামুরা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদিগকে আশুরার তারিখের রোযা রাখিতে নির্দেশ দিতেন এবং উহার জন্য আমাদিগকে উৎসাহিত করিতেন। এ ছাড়া ঐ তারিখের উপস্থিতিকালে তিনি আমাদের খোঁজ রাখিতেন (আমরা রোযা রাখিয়াছি কিনা); কিন্তু যখন রমযানের রোযা ফরয করা হইল, তিনি আমাদিগকে উহার জন্য আর নির্দেশ দিতেন না এবং উহা হইতে নিষেধও করিতেন না এবং উহার উপস্থিতিকালে আমাদের ঐরূপ খোঁজও রাখিতেন না। —মুসলিম
وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُ بِصِيَامِ يَوْمِ عَاشُورَاءَ وَيَحُثُّنَا عَلَيْهِ وَيَتَعَاهَدُنَا عِنْدَهُ فَلَمَّا فُرِضَ رَمَضَانُ لَمْ يَأْمُرْنَا وَلَمْ يَنْهَنَا عَنْهُ وَلم يتعاهدنا عِنْده. رَوَاهُ مُسلم
