মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ২০৭০
৬. তৃতীয় অনুচ্ছেদ - নফল সিয়াম প্রসঙ্গে
২০৭০। বিবি হযরত হাফসা (রাঃ) বলেন, চারিটি বিষয় এমন যেইগুলিকে নবী করীম (ﷺ) কখনও ছাড়িতেন না – আশুরার রোযা, যিলহজ্জের প্রথম দশকের রোযা, প্রত্যেক মাসের তিন দিনের রোযা এবং ফজরের পূর্বের দুই রাকাত সুন্নত। —নাসায়ী
وَعَنْ حَفْصَةَ قَالَتْ: أَرْبَعٌ لَمْ يَكُنْ يَدَعُهُنَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صِيَامُ عَاشُورَاءَ وَالْعَشْرِ وَثَلَاثَةُ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ وَرَكْعَتَانِ قبل الْفجْر» . رَوَاهُ النَّسَائِيّ

হাদীসের ব্যাখ্যা:

'যিলহজ্জের প্রথম দশক' অর্থে এখানে নয় দিনকেই বুঝাইয়াছেন। কেননা, অপর হাদীসে দশ তারিখ ঈদের দিনে রোযা রাখিতে তিনি নিষেধ করিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২০৭০ | মুসলিম বাংলা