মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৮- রোযার অধ্যায়
হাদীস নং: ২০৬৮
৬. তৃতীয় অনুচ্ছেদ - নফল সিয়াম প্রসঙ্গে
২০৬৮। বিবি উম্মে সালামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) অপর দিনসমূহে রোযা রাখা অপেক্ষা শনি-রবিবারেই অধিক রোযা রাখিতেন এবং বলিতেনঃ এই দুই দিন মুশরিকদের পর্বের দিন। অতএব, এ ব্যাপারে আমি তাহাদের খেলাফ করাকে পছন্দ করি। —আহমদ
وَعَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ يَوْمَ السَّبْتِ وَيَوْمَ الْأَحَدِ أَكْثَرَ مَا يَصُومُ مِنَ الْأَيَّامِ وَيَقُولُ: «إِنَّهُمَا يَوْمَا عِيدٍ لِلْمُشْرِكِينَ فَأَنَا أُحِبُّ أَن أخالفهم» . رَوَاهُ أَحْمد
হাদীসের ব্যাখ্যা:
(ক) ‘মুশরিকদের' অর্থে তিনি এখানে ইহুদী ও নাসারাদিগকেই বুঝাইতেছেন। কেননা, ইহুদীরা ওযাইর নবীকে এবং নাসারাগণ হযরত ঈসা (আঃ)-কে আল্লাহর পুত্র বলিয়া শেরকী করিয়াছে। (খ) 'এই দুই দিন মুশরিকদের পর্বের দিন'—অর্থাৎ শনিবার ইহুদীদের এবং রবিবার খৃষ্টানদের। এই দুই দিনে তাহারা রোযা রাখে না। (গ) বুসরের হাদীসে (১৯৬৫ নং) একা শনিবারের রোযা রাখাকেই নিষেধ করা হইয়াছে। সুতরাং উভয় হাদীসের মধ্যে কোন বিরোধ নাই। এ ছাড়া বুসরের হাদীসটি যঈফও।
