মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ২০৪৩
৬. প্রথম অনুচ্ছেদ - নফল সিয়াম প্রসঙ্গে
২০৪৩। হযরত আয়েশা (রাঃ) বলেন, আমি কখনও রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিলহজ্জের প্রথম দশ দিনের মধ্যে রোযা রাখিতে দেখি নাই। —মুসলিম
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَائِما فِي الْعشْر قطّ. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

হুযূর যে যিলহজ্জের প্রথম দশ দিনেও রোযা রাখিয়াছিলেন সম্ভবতঃ বিবি আয়েশা তাহা দেখিতে পান নাই। কেননা হুযূর সকল দিন তাঁহার ঘরেই কাটান নাই, অন্যান্য বিবিদের ঘরেও কাটাইয়াছেন আর কোন সময় সফরে কাটাইয়াছেন। সুতরাং তাহার এ হাদীসটি অপরাপর হাদীসের বিপরীত নহে। আর যদি বিপরীত বলিয়া মানিয়া লওয়া হয়, তবে ইহা গ্রহণ করা যাইবে না। কারণ, ‘হ্যাঁ, বাচক ও না বাচক' উভয় প্রমাণ একত্র হইলে 'হ্যাঁ বাচক' প্রমাণকেই গ্রহণ করিতে হয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২০৪৩ | মুসলিম বাংলা