মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৮- রোযার অধ্যায়
হাদীস নং: ২০৩৮
৬. প্রথম অনুচ্ছেদ - নফল সিয়াম প্রসঙ্গে
২০৩৮। হযরত ইমরান ইবনে হুসাইন (রাঃ) প্রমুখাৎ নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণিত আছে, নবী করীম (ছাঃ) ইমরানকে জিজ্ঞাসা করিলেন অথবা অপর ব্যক্তিকে জিজ্ঞাসা করিয়াছিলেন আর ইমরান শুনিয়াছিলেন। (রাবীর সন্দেহ) হে অমুকের বাপ, তুমি কি এবার শা'বানের শেষের দিকে রোযা রাখ নাই? তিনি বলিলেন, না। হুযুর (ছাঃ) বলিলেন: তবে যখন তুমি (রমযানের) রোযা শেষ করিবে দুই দিন রোযা রাখিবে। — মোত্তাঃ
وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّهُ سَأَلَهُ أَوْ سَأَلَ رَجُلًا وَعِمْرَانَ يَسْمَعُ فَقَالَ: «يَا أَبَا فُلَانٍ أَمَا صُمْتَ مِنْ سَرَرِ شَعْبَانَ؟» قَالَ: لَا قَالَ: «فَإِذَا أَفْطَرْتَ فَصُمْ يَوْمَيْنِ»
হাদীসের ব্যাখ্যা:
সম্ভবতঃ এই ব্যক্তি মাসের শেষ দুই দিন বরাবর রোযা রাখিতেন অথবা এই দুই দিনের রোযা মানস করা ছিল আর হুযূর তাহা জানিতেন; কিন্তু হুযূর রমযানের আগে রোযা রাখিতে নিষেধ করিয়াছেন শুনিয়া তিনি এবার তাহা মওকুফ করিয়া দিয়াছিলেন। হুযুর বলিলেন, অভ্যাসের রোযা অথবা মানসের রোযা নিষেধ নহে।
