মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ২০৩৭
- রোযার অধ্যায়
৬. প্রথম অনুচ্ছেদ - নফল সিয়াম প্রসঙ্গে
২০৩৭। তাবেয়ী আব্দুল্লাহ্ ইবনে শাকীক (রঃ) বলেন, আমি একবার হযরত আয়েশা (রাঃ)-কে জিজ্ঞাসা করিলাম, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোন পূর্ণ মাস নফল রোযা রাখিতেন? উত্তরে তিনি বলিলেন, আমি তাহাকে জানি না যে, তিনি রমযান ছাড়া কোন পূর্ণ মাস রোযা রাখিয়াছেন এবং কিছু রোযা না রাখিয়া কোন মাস রোযা ছাড়িয়াছেন যাবৎ না তিনি দুনিয়া ত্যাগ করিয়াছেন। —মুসলিম
كتاب الصوم
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ قَالَ: قُلْتُ لِعَائِشَةَ: أَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُوم شهرا كُله؟ قَالَ: مَا عَلِمْتُهُ صَامَ شَهْرًا كُلَّهُ إِلَّا رَمَضَانَ وَلَا أَفْطَرَهُ كُلَّهُ حَتَّى يَصُومَ مِنْهُ حَتَّى مضى لسبيله. رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান