মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৮- রোযার অধ্যায়
হাদীস নং: ২০৩৪
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - (সিয়াম) কাযা করা
২০৩৪। তাবেয়ী নাফে' হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণনা করেন যে, নবী করীম (ﷺ) বলিয়াছেন যে রমযানের রোযা মাথায় রাখিয়া মরিয়া গিয়াছে, তাহার পক্ষ হইতে প্রত্যেক দিনের পরিবর্তে যেন একজন মিসকীনকে খানা খাওয়ান হয়। —তিরমিযী। এবং তিনি বলিয়াছেন, সহীহ্ কথা এই যে, হাদীসটি মউকুফ অর্থাৎ ইবনে ওমরেরই কথা, হুযুরের নহে।
عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ مَاتَ وَعَلَيْهِ صِيَامُ شَهْرِ رَمَضَانَ فَلْيُطْعَمْ عَنْهُ مَكَانَ كُلِّ يَوْمٍ مِسْكِينٌ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: وَالصَّحِيحُ أَنه مَوْقُوف على ابْن عمر
হাদীসের ব্যাখ্যা:
এইরূপ কথা কোন সাহাবীর মুখ নিসৃত হইলেও ইহাকে হুযুরের কথা বলিয়াই মনে করিতে হয়। এইরূপ কথা বলার অধিকার সাহাবীর নাই।
