মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ২০৩৫
৫. তৃতীয় অনুচ্ছেদ - (সিয়াম) কাযা করা
২০৩৫। ইমাম মালেক (রঃ) হইতে বর্ণিত আছে, তাঁহার নিকট বিশ্বস্ত সূত্রে পৌঁছিয়াছে যে, হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমরকে জিজ্ঞাসা করা হইত, কেহ কাহারও পক্ষ হইতে রোযা রাখিতে পারে কিনা অথবা কেহ কাহারও পক্ষ হইতে নামায আদায় করিতে পারে কিনা? উত্তরে তিনি বলিতেন, কেহ কাহারও পক্ষ হইতে রোযা রাখিতে পারে না এবং কেহ কাহারও পক্ষ হইতে নামাযও আদায় করিতে পারে না। —মালেক—মোআত্তায়
عَنْ مَالِكٍ بَلَغَهُ أَنَّ ابْنَ عُمَرَ كَانَ يُسْأَلُ: هَلْ يَصُومُ أَحَدٌ عَنْ أَحَدٍ أَوْ يُصَلِّي أَحَدٌ عَنْ أَحَدٍ؟ فَيَقُولُ: لَا يَصُومُ أَحَدٌ عَنْ أَحَدٍ. وَلَا يُصَلِّي أَحَدٌ عَنْ أحد. رَوَاهُ فِي الْمُوَطَّأ

হাদীসের ব্যাখ্যা:

ইহাতে বুঝা গেল যে, এ ব্যাপারে হযরত ইবনে ওমরের মত কি ছিল। হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাসের মতও ইহাই ছিল যদিও তাঁহার প্রমুখাৎ বর্ণিত আছে যে, নবী করীম (ﷺ) এক ব্যক্তিকে তাহার মায়ের পক্ষ হইতে রোযা রাখিতে অনুমতি দিয়াছিলেন।
ইহাতে বুঝা যায় যে, অনুমতির হাদীস যে মনসুখ ইহা তাঁহারা উভয়ে অবগত ছিলেন। অন্যথায় হাদীসের বিরুদ্ধে মত প্রকাশ করার কোন প্রশ্নই উঠিতে পারে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২০৩৫ | মুসলিম বাংলা