মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ২০৩৩
৫. প্রথম অনুচ্ছেদ - (সিয়াম) কাযা করা
২০৩৩। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যে মরিয়া গিয়াছে আর ফরয রোযা তাহার মাথায় রহিয়াছে তাহার ওলী তাহার পক্ষে রোযা রাখিবে! — মোত্তাঃ
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ مَاتَ وَعَلَيْهِ صَوْمٌ صَامَ عَنْهُ وليه»

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীস অনুসারেই ইমাম আহমদ (রঃ) মৃত ব্যক্তির রোযা অন্যে রাখাকে জায়েয মনে করেন। পক্ষান্তরে সামনের হাদীস অনুসারে ইমাম আবু হানীফা, মালেক এবং একমত অনুসারে ইমাম শাফেয়ী (রঃ) ফিদিয়া দিতে অর্থাৎ মিসকীনকে খাওয়াইতেই বলেন। তাঁহাদের মতে অন্যে রোযা রাখা জায়েয নহে। তাঁহারা এ হাদীসে 'ওলী তাহার পক্ষে রোযা রাখিবে'— অর্থে ফিদিয়া দ্বারা রোযা আদায় করিয়া দিবে বুঝেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২০৩৩ | মুসলিম বাংলা