মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৮- রোযার অধ্যায়
হাদীস নং: ২০২৮
৪. তৃতীয় অনুচ্ছেদ - মুসাফিরের সওম
২০২৮। হযরত আব্দুর রহমান ইবনে আওফ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ সফরে রমযানের রোযাদার হযরে বে-রোযাদারের সমান।—ইবনে মাজাহ্
وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَائِمُ رَمَضَانَ فِي السَّفَرِ كَالْمُفْطِرِ فِي الْحَضَرِ» . رَوَاهُ ابْن مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
সফরে রোযা রাখা এবং বাড়ী ঘরে থাকিয়া রোযা না রাখা উভয়ই সমান দোষ। তবে ইহা তাহাদের জন্যই যাহারা সফরে রাখিলে ক্লান্ত হইয়া পড়ে। অন্যথায় হুযূর নিজেই সাহাবীদের সহ মক্কা সফরে প্রথম দিকে রোযা রাখিয়াছেন এবং কষ্ট না হইলে অন্যকেও সফরে রোযা রাখিতে বলিয়াছেন যাহা সালামা ইবনে মুহাব্বাকের হাদীসে (১৯২৮) রহিয়াছে।
