মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৮- রোযার অধ্যায়
হাদীস নং: ২০২৬
- রোযার অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - মুসাফিরের সওম
২০২৬। হযরত সালামা ইবনে মুহাব্বাক (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেন যাহার এমন বাহন রহিয়াছে যাহা তাহাকে আরামের সাথে সাথে ঘরে পৌঁছাইয়া দিবে, সে যেন রোযা রাখে যেখানেই সে রোযা পায় (অর্থাৎ, সফরে হইলেও)। —আবু দাউদ
كتاب الصوم
وَعَنْ سَلَمَةَ بْنِ الْمُحَبَّقِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَ لَهُ حَمُولَةٌ تَأْوِي إِلَى شِبْعٍ فَلْيَصُمْ رَمَضَانَ من حَيْثُ أدْركهُ» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস হইতে বুঝা গেল যে, কষ্ট না হইলে, সফরে রোযা রাখাই উত্তম।