মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ২০০৭
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - সওম পবিত্র করা
২০০৭। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ রোযা অবস্থায় যাহার বমি হইয়াছে তাহার উহা কাযা করিতে হইবে না আর যে ব্যক্তি ইচ্ছা করিয়া বমি করিয়াছে, সে যেন উহা কাযা করে। – তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ্ ও দারেমী। কিন্তু তিরমিযী বলিয়াছেন, হাদীসটি গরীব। ঈসা ইবনে ইউনুস ব্যতীত অপর কোন সূত্রে ইহা জানা যায় নাই। ইমাম বুখারী বলিয়াছেন, হাদীসটি গায়রে মাহফুয অর্থাৎ, সায।
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عَلَيْهِ وَسلم: «من ذرعه الْقَيْء وَهُوَ صَائِمٌ فَلَيْسَ عَلَيْهِ قَضَاءٌ وَمَنِ اسْتَقَاءَ عَمْدًا فَلْيَقْضِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ. وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ عِيسَى بْنِ يُونُس. وَقَالَ مُحَمَّد يَعْنِي البُخَارِيّ لَا أرَاهُ مَحْفُوظًا

হাদীসের ব্যাখ্যা:

ইমাম মালেক, শাফেয়ী, আহমদ ও আমাদের ইমাম মুহাম্মদ শায়বানীর মতে এ অবস্থায় রোযা কাযা করিতে হইবে না। বমি পূর্ণ মুখ হোক বা না হোক। কিন্তু ইমাম আবু ইউসূফের মতে পূর্ণ মুখ বমি করিলে কাযা ওয়াজিব হইবে। হানাফী ফেকাহ্য় ইহাই গৃহীত হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২০০৭ | মুসলিম বাংলা