মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৮- রোযার অধ্যায়
হাদীস নং: ২০০৬
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - সওম পবিত্র করা
২০০৬। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, এক ব্যক্তি নবী করীম (ﷺ)-কে জিজ্ঞাসা করিল, রোযাদার ব্যক্তির (আপন স্ত্রীর) গায়ে গা লাগান সম্পর্কে। হুযূর তাহাকে অনুমতি দিলেন। অতঃপর আর এক ব্যক্তি আসিল এবং তাঁহাকে সেই ব্যাপারেই জিজ্ঞাসা করিল। কিন্তু তিনি ইহাকে নিষেধ করিলেন। পরে দেখা গেল যে, যাহাকে অনুমতি দেওয়া হইয়াছে, সে একজন বৃদ্ধ আর যাহাকে নিষেধ করিয়াছেন, সে একটা যুবক। –আবু দাউদ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ إِنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْمُبَاشَرَةِ لِلصَّائِمِ فَرخص لَهُ. وَأَتَاهُ آخَرُ فَسَأَلَهُ فَنَهَاهُ فَإِذَا الَّذِي رَخَّصَ لَهُ شَيْخٌ وَإِذَا الَّذِي نَهَاهُ شَابٌّ. رَوَاهُ أَبُو دَاوُد
