মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৮- রোযার অধ্যায়
হাদীস নং: ২০০৮
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - সওম পবিত্র করা
২০০৮। তাবেয়ী মা'দান ইবনে তালহা হইতে বর্ণিত আছে, হযরত আবুদ্দরদা (রাঃ) তাঁহাকে বলিয়াছেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) বমি করিলেন এবং রোযা ভাঙ্গিয়া ফেলিলেন। মা'দান বলেন, একদা আমি দেমাশকের মসজিদে হুযূরের খাদেম সওবান (রাঃ)-এর সাক্ষাৎ পাইয়া জিজ্ঞাসা করিলাম, হযরত আবুদ্দরদা আমাকে বলিয়াছেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) একবার বমি করিয়াছিলেন এবং রোযা ভাঙ্গিয়া ফেলিয়াছিলেন। সওবান বলিলেন, হ্যাঁ, তিনি সত্য বলিয়াছেন। আমি তাহার জন্য তাঁহার ওযুর পানি ঢালিয়া ছিলাম। —আবু দাউদ, তিরমিযী ও দারেমী
وَعَنْ مَعْدَانَ بْنِ طَلْحَةَ أَنَّ أَبَا الدَّرْدَاءِ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاءَ فَأَفْطَرَ. قَالَ: فَلَقِيتُ ثَوْبَانَ فِي مَسْجِدِ دِمَشْقَ فَقُلْتُ: إِنَّ أَبَا الدَّرْدَاءِ حَدَّثَنِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاءَ فَأَفْطَرَ. قَالَ: صَدَقَ وَأَنَا صَبَبْتُ لَهُ وضوءه. رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ والدارمي
হাদীসের ব্যাখ্যা:
সম্ভবতঃ হুযূর কোন কারণে ইচ্ছা করিয়াই বমি করিয়াছিলেন, তাই রোযা ভাঙ্গার কথা বলা হইয়াছে। এই হাদীস অনুসারে ইমাম আবু হানীফা ও আহমদ (রঃ) বলেন, বমি দ্বারা ওযূ নষ্ট হইয়া যায়। কিন্তু ইমাম শাফেয়ীর মতে বমি দ্বারা ওযূ নষ্ট হয় না। তাঁহার মতে এখানে ওযূ অর্থে মুখ ধোয়াকেই বুঝান হইয়াছে।
