মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৮- রোযার অধ্যায়
হাদীস নং: ২০০২
৩. প্রথম অনুচ্ছেদ - সওম পবিত্র করা
২০০২। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজ্জের ইহরাম অবস্থায় শিঙ্গা লইয়াছেন এবং রোযা অবস্থায়ও শিঙ্গা লইয়াছেন। —মোত্তাঃ
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ احْتَجَمَ وَهُوَ مُحْرِمٌ وَاحْتَجَمَ وَهُوَ صَائِمٌ
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীস অনুসারে ইমাম আবু হানীফা (রঃ) বলেন, রোযা অবস্থায় শিঙ্গা লওয়া জায়েয। ইমাম মালেক ও শাফেয়ীরও এই মত।
