মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৮- রোযার অধ্যায়
হাদীস নং: ২০০১
- রোযার অধ্যায়
৩. প্রথম অনুচ্ছেদ - সওম পবিত্র করা
২০০১। হযরত আয়েশা (রাঃ) বলেন, রমযান মাসে কখনও ফজর হইয়া যাইত অথচ তখন রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নদোষ ব্যতীতই নাপাক থাকিতেন অতঃপর গোসল করিতেন এবং রোযা রাখিতেন। মোত্তাঃ
كتاب الصوم
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُدْرِكُهُ الْفَجْرُ فِي رَمَضَانَ وَهُوَ جُنُبٌ مِنْ غَيْرِ حُلْمٍ فَيَغْتَسِلُ وَيَصُومُ
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীস অনুসারে আমাদের ইমামগণ বলেন, রোযার কালে নাপাক অবস্থায় সুবহে সাদেক হইয়া গেলে রোযা নষ্ট হইবে না। তবে তাড়াতাড়ি গোসল করিয়া লইবে, গৌণ করিবে না। গৌণ করা মকরূহ্