মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ২০০০
৩. প্রথম অনুচ্ছেদ - সওম পবিত্র করা
২০০০। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোযা অবস্থায়ও আমাদের চুম্বন করিতেন ও আমাদের দেহে দেহ মিলাইতেন; কিন্তু তিনি তোমাদের অপেক্ষা অধিকতর সংযমী ছিলেন। (সুতরাং তাহা হইতে ইহার অধিক কিছু ঘটার সম্ভাবনাই ছিল না।) — মোত্তাঃ
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُ وَيُبَاشِرُ وَهُوَ صَائِمٌ وَكَانَ أَمْلَكَكُمْ لأربه

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীস অনুসারে হানাফী ফকীহগণ বলেন, সহবাসের বা বীর্যস্খলনের ভয় না থাকিলে রোযাদারের পক্ষে আপন বিবির সাথে এইরূপ করায় কোন আপত্তি নাই। আর কেহ কেহ বলেন, বুড়াদের পক্ষে আপত্তি নাই। জোয়ানদের পক্ষে এইরূপ করা উচিত নহে। কিন্তু স্বয়ং ইমাম আবু হানীফা ও ইমাম মুহাম্মদ (রঃ) বলেন, কোন অবস্থাতেই কাহারও পক্ষে এইরূপ করা উচিত নহে। কেননা, নবী করীম (ﷺ)-এর সাথে অন্য কাহারও তুলনা চলে না। হযরত আয়েশা ইহা স্পষ্টভাবে বলিয়া দিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২০০০ | মুসলিম বাংলা