মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ২০০৩
৩. প্রথম অনুচ্ছেদ - সওম পবিত্র করা
২০০৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যে রোযা অবস্থায় ভুলিয়া কিছু খাইয়াছে বা পান করিয়াছে, সে যেন তাহার রোযা পূর্ণ করে। কেননা, আল্লাহই তাহাকে খাওয়াইয়াছেন ও পান করাইয়াছেন। মোত্তাঃ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «من نسي وَهُوَ صَائِم فَأَكَلَ أَوْ شَرِبَ فَلْيُتِمَّ صَوْمَهُ فَإِنَّمَا أَطْعَمَهُ اللَّهُ وسقاه»

হাদীসের ব্যাখ্যা:

'রোযা পূর্ণ করে'—অর্থাৎ রোযা নষ্ট হইয়া গিয়াছে ভাবিয়া আর যেন খাওয়া পিয়া না করে। এ ব্যাপারে ইমাম আবু হানীফা (রঃ) ইহারই অনুসরণ করেন এবং বলেন যে, ইহার কাযা রাখিতে হইবে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২০০৩ | মুসলিম বাংলা