মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ১৯৯৬
২. তৃতীয় অনুচ্ছেদ - সওম পর্বের বিক্ষিপ্ত মাস্আলাহ্
১৯৯৬। তাবেয়ী হযরত আবু আতিয়্যা বলেন, একদা আমি ও মাসরূক বিবি আয়েশার নিকট যাইয়া বলিলাম, হে উম্মুল মু'মিনীন, মুহাম্মাদ (ﷺ)-এর সাহাবীদের মধ্যে দুই ব্যক্তি—ইহাদের একজন ইফতার শীঘ্র শীঘ্র করেন এবং নামাযও শীঘ্র শীঘ্র পড়েন, আর অপর ব্যক্তি ইফতার দেরীতে করেন এবং নামাযও দেরীতে পড়েন। তিনি জিজ্ঞাসা করিলেন, ইহাদের মধ্যে কে ইফতার শীঘ্র করেন এবং নামাযও শীঘ্র পড়েন ? আমরা বলিলাম, হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ। তিনি বলিলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এইরূপই করিয়াছেন। দ্বিতীয় ব্যক্তি হইলেন হযরত আবু মুসা আশআরী। —মুসলিম
وَعَنْ أَبِي عَطِيَّةَ قَالَ: دَخَلْتُ أَنَا وَمَسْرُوقٌ عَلَى عَائِشَةَ فَقُلْنَا: يَا أُمَّ الْمُؤْمِنِينَ رَجُلَانِ مِنْ أَصْحَابِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَدُهُمَا يُعَجِّلُ الْإِفْطَارَ وَيُعَجِّلُ الصَّلَاةَ وَالْآخَرُ: يُؤَخِّرُ الْإِفْطَارَ وَيُؤَخِّرُ الصَّلَاةَ. قَالَتْ: أَيُّهُمَا يُعَجِّلُ الْإِفْطَارَ وَيُعَجِّلُ الصَّلَاةَ؟ قُلْنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ. قَالَتْ: هَكَذَا صَنَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْآخَرُ أَبُو مُوسَى. رَوَاهُ مُسْلِمٌ

হাদীসের ব্যাখ্যা:

হযরত আবদুল্লাহ্ (রাঃ) আযীমতের সহিত আমল করিতেন আর আবু মূসা (রাঃ) রোখসতের সহিত। এ ছাড়া হযরত আবদুল্লাহ্ (রাঃ) হযরত আবু মূসা অপেক্ষা অধিকতর ফকীহ্ ও জ্ঞানী ছিলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৯৯৬ | মুসলিম বাংলা