মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৮- রোযার অধ্যায়
হাদীস নং: ১৯৯৭
২. তৃতীয় অনুচ্ছেদ - সওম পর্বের বিক্ষিপ্ত মাস্আলাহ্
১৯৯৭। হযরত ইরবায ইবনে সারিয়া (রাঃ) বলেন, একদা রমযানে রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে সেহরী খাইতে ডাকিলেন এবং বলিলেনঃ আস এই মোবারক খানার দিকে। –আবু দাউদ ও নাসায়ী
وَعَنِ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ قَالَ: دَعَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى السَّحُورِ فِي رَمَضَانَ فَقَالَ: «هَلُمَّ إِلَى الْغَدَاءِ الْمُبَارَكِ» . رَوَاهُ أَبُو دَاوُد والنسائي
