মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৮- রোযার অধ্যায়
হাদীস নং: ১৯৯৫
২. তৃতীয় অনুচ্ছেদ - সওম পর্বের বিক্ষিপ্ত মাস্আলাহ্
১৯৯৫। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ দ্বীন জয়ী থাকিবে যতকাল লোক শীঘ্র ইফতার করিবে। কেননা, ইহুদী ও নাসারাগণ ইফতার করে দেরীতে। – আবু দাউদ ও ইবনে মাজাহ্
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَزَالُ الدِّينُ ظَاهِرًا مَا عَجَّلَ النَّاسُ الْفِطْرَ لِأَنَّ الْيَهُودَ وَالنَّصَارَى يُؤَخِّرُونَ» . رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
ইহাতে বুঝা গেল যে, ইসলামের শত্রুরা যাহা করে, তাহার বিপরীত করাতেই ইসলামের জয়, তবে ইহা সর্বক্ষেত্রে প্রযোজ্য নহে।
