মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ১৯৬৮
তৃতীয় অনুচ্ছেদ
১৯৬৮। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) হইতে বর্ণিত আছে যে, তিনি বলিয়াছেনঃ তাঁহার উম্মতকে মাফ করা হয় রমযান মাসের শেষ রাতে। জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলাল্লাহ্! উহা কি শবে কদর? হুযূর বলিলেন, না ; বরং এই কারণে যে, কর্মচারীর বেতন দেওয়া হয় যখন সে তাহার কর্ম শেষ করে। (আর এই রাত্রিতে রোযাদারের কর্ম শেষ হইল।) — আহমদ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «يُغْفَرُ لِأُمَّتِهِ فِي آخِرِ لَيْلَةٍ فِي رَمَضَانَ» . قِيلَ: يَا رَسُولَ اللَّهِ أَهِيَ لَيْلَةُ الْقَدْرِ؟ قَالَ: «لَا وَلَكِنَّ الْعَامِلَ إِنَّمَا يُوَفَّى أجره إِذا قضى عمله» . رَوَاهُ أَحْمد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৯৬৮ | মুসলিম বাংলা