মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৮- রোযার অধ্যায়
হাদীস নং: ১৯৬৭
তৃতীয় অনুচ্ছেদ
১৯৬৭। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ রমযানের জন্য বেহেশত সাজান হইয়া থাকে বৎসরের প্রথম হইতে পরবর্তী বৎসর পর্যন্ত। তিনি বলেন, যখন রমযানের মাসের প্রথম দিন উপস্থিত হয়, বেহেশতের গাছের পাতা হইতে আরশের নীচে বড় বড় চক্ষুধারিণী হুরদের প্রতি এক হাওয়া প্রবাহিত হয়। তখন তাঁহারা বলেন, হে পরওয়ারদেগার! আপনার বন্দাদের মধ্য হইতে আমাদের জন্য এমন স্বামীসকল নির্দিষ্ট করুন, যাহাদের দেখিয়া আমাদের চোখ জুড়াইবে এবং আমাদের দেখিয়া তাহাদের চোখ জুড়াইবে। (আর এই রোযাদারদিগকেই করা হইবে তাঁহাদের স্বামী।) — উক্ত হাদীস তিনটি বায়হাকী শোআবুল ঈমানে রেওয়ায়ত করিয়াছেন।
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الْجَنَّةَ تُزَخْرَفُ لِرَمَضَانَ مِنْ رَأْسِ الْحَوْلِ إِلَى حَوْلِ قَابِلٍ» . قَالَ: فَإِذَا كَانَ أَوَّلُ يَوْمٍ مِنْ رَمَضَانَ هَبَّتْ رِيحٌ تَحْتَ الْعَرْشِ مِنْ وَرَقِ الْجَنَّةِ عَلَى الْحُورِ الْعِينِ فَيَقُلْنَ: يَا رَبِّ اجْعَلْ لَنَا مِنْ عِبَادِكَ أَزْوَاجًا تَقَرَّ بِهِمْ أَعْيُنُنَا وَتَقَرَّ أَعْيُنُهُمْ بِنَا . رَوَى الْبَيْهَقِيُّ الْأَحَادِيثَ الثَّلَاثَةَ فِي شُعَبِ الْإِيمَانِ
