মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ১৯৬৯
১. প্রথম অনুচ্ছেদ - নতুন চাঁদ দেখার বর্ণনা
১৯৬৯। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: রোযা রাখিবে না তোমরা যাবৎ না দেখ চাঁদ। এইরূপে রোযা খুলিবে না তোমরা যাবৎ না দেখ (শাওয়ালের) চাঁদ। যদি গোপন থাকে উহা তোমাদের প্রতি মেঘের কারণে, তবে পূর্ণ করিবে শা'বান (ত্রিশ দিন)। অপর বর্ণনায় আছে, মাস কখনও উনত্রিশ রাত্রিতেও হয়। সুতরাং তোমরা রোযা রাখিবে না যাবৎ না চাঁদ দেখ। যদি গোপন থাকে চাঁদ তোমাদের প্রতি মেঘের কারণে, তবে পূর্ণ করিবে শা'বান ত্রিশ দিনে। —মোত্তাঃ
بَابُ رُؤْيَةِ الْهِلَالِ
عَنْ ابن عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَصُومُوا حَتَّى تَرَوُا الْهِلَالَ وَلَا تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدِرُوا لَهُ» . وَفِي رِوَايَةٍ قَالَ: «الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً فَلَا تَصُومُوا حَتَّى تَرَوْهُ فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ ثَلَاثِينَ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৯৬৯ | মুসলিম বাংলা