মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৯৪৪
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - উত্তম সদাক্বার বর্ণনা
১৯৪৪। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহর নামে কিছু চাওয়া যায় না জান্নাত ব্যতীত। –আবু দাউদ
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يُسْأَلُ بِوَجْهِ اللَّهِ إِلَّا الْجنَّة» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহর নামে কখনও চাহিতে হইলে বেহেশতই চাওয়া উচিত। অথচ বেহেস্ত কোন মানুষ দিতে পারে না। সুতরাং আল্লাহর নামে কোন মানুষের নিকট কিছু চাওয়াই উচিত নিহে। কিন্তু চাহিলে যে দেওয়া উচিত—তাহা পূর্বেই বলা হইয়াছে।
