মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৯৪৩
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - উত্তম সদাক্বার বর্ণনা
১৯৪৩। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি আল্লাহর নামে তোমাদের নিকট আশ্রয় চাহিবে, তাহাকে আশ্রয় দিবে। যে আল্লাহর নামে কিছু চাহিবে, তাহাকে নিশ্চয় কিছু দিবে, যে তোমাদিগকে আহ্বান (বা আমন্ত্রণ) করিবে, তাহার আহ্বানে সাড়া দিবে। যে তোমাদের প্রতি কোন ভাল কাজ করিবে, তোমরা তাহার প্রতিদানের চেষ্টা করিবে— প্রতিদানের জন্য যদি কিছু না পাও, অন্ততঃ তাহার জন্য দো'আ করিবে, যাহাতে তোমরা মনে করিতে পার যে, তোমরা তাহার প্রতিদান করিয়াছ। – আহমদ, আবু দাউদ ও নাসায়ী
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ اسْتَعَاذَ مِنْكُمْ بِاللَّهِ فَأَعِيذُوهُ وَمَنْ سَأَلَ بِاللَّهِ فَأَعْطُوهُ وَمَنْ دَعَاكُمْ فَأَجِيبُوهُ وَمَنْ صَنَعَ إِلَيْكُمْ مَعْرُوفًا فَكَافِئُوهُ فَإِنْ لَمْ تَجِدُوا مَا تُكَافِئُوهُ فَادْعُوا لَهُ حَتَّى تُرَوْا أَنْ قَدْ كَافَأْتُمُوهُ» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
হাদীসের ব্যাখ্যা:
'জাযাকাল্লাহু' – আল্লাহ্ তোমাকে ইহার প্রতিদান দিন। এইরূপ বলাও একটা প্রতিদান।
