মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৯২০
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - সদাক্বার মর্যাদা
১৯২০। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, যে কোন মুসলমান কোন মুসলমানকে একটি কাপড় পরাইবে, সে আল্লাহর হেফাযতে থাকিবে, যে পর্যন্ত উহার একটি টুকরাও তাহার গায়ে থাকিবে। — আহমদ ও তিরমিযী
وَعَن ابْن عَبَّاس قَالَ ك سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ مُسْلِمٍ كَسَا مُسْلِمًا ثَوْبًا إِلَّا كَانَ فِي حفظ من الله مادام عَلَيْهِ مِنْهُ خرقَة» . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৯২০ | মুসলিম বাংলা