মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৯২১
- যাকাতের অধ্যায়
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - সদাক্বার মর্যাদা
১৯২১। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নাম করিয়া বলেন যে, তিন ব্যক্তিকে আল্লাহ্ ভালবাসেন – (১) যে ব্যক্তি রাতে উঠিয়া আল্লাহর কিতাব পাঠ করে, (২) যে ব্যক্তি ডান হাতে কিছু দান করে এবং গুপ্ত রাখে উহাকে রাবী বলেন, আমি মনে করি, তিনি বলিয়াছেন—আপন বাম হাত হইতে এবং (৩) যে ব্যক্তি কোন সৈন্য দলে ছিল আর তাহার সহচরগণ পরাজিত হইল; কিন্তু সে শত্রুর দিকে অগ্রসর হইল ( এবং তাহাদিগকে পরাজিত করিল অথবা শহীদ হইল)। – তিরমিযী। আর তিনি ইহাকে গায়রে মাহফুয বা শায বলিয়াছেন। (কিন্তু অপর সনদ অনুসারে ইহা সহীহ্ ।)
كتاب الزكاة
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ يَرْفَعُهُ قَالَ: ثَلَاثَةٌ يُحِبُّهُمُ اللَّهُ: رَجُلٌ قَامَ مِنَ اللَّيْلِ يَتْلُوا كِتَابَ اللَّهِ وَرَجُلٌ يَتَصَدَّقُ بِصَدَقَةٍ بِيَمِينِهِ يُخْفِيهَا أُرَاهُ قَالَ: مِنْ شِمَالِهِ وَرَجُلٌ كَانَ فِي سَرِيَّةٍ فَانْهَزَمَ أَصْحَابُهُ فَاسْتَقْبَلَ الْعَدُوَّ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَيْرُ مَحْفُوظٍ أَحَدُ رُوَاتِهِ أَبُو بكر بن عَيَّاش كثير الْغَلَط
tahqiqতাহকীক:তাহকীক চলমান