মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৮৮০
৫. তৃতীয় অনুচ্ছেদ - দানের মর্যাদা ও কৃপণতার পরিণাম
১৮৮০। হযরত ওসমান গনীর এক ভৃত্য হইতে বর্ণিত আছে, তিনি বলেন, উম্মুল মু'মিনীন বিবি উম্মে সালামাকে কিছু গোত হাদিয়া দেওয়া হইয়াছিল। আর নবী করীম (ﷺ)-এর গোশত পছন্দ ছিল। অতএব, উম্মে সালামা আপন খাদেমাকে বলিলেন, উহা ঘরে রাখিয়া দাও! নবী করীম (ﷺ) উহা খাইতে পারেন। সুতরাং খাদেমা উহা ঘরের একটি তাকে রাখিয়া দিল। এ সময় একটি ভিক্ষুক আসিয়া দরজায় দাড়াইল এবং বলিল, আমাকে কিছু দিন! আল্লাহ্ আপনাদের বরকত দিবেন! ঘরওয়ালারা উত্তর দিলেন, আল্লাহ্ তোমাকে বরকত দিন! সুতরাং ভিক্ষুকটি চলিয়া গেল। অতঃপর নবী করীম (ﷺ) ঘরে প্রবেশ করিলেন এবং বলিলেনঃ হে উম্মে সালামা! তোমাদের নিকট কিছু আছে যাহা আমি খাইতে পারি? উত্তরে উম্মে সালামা বলিলেন, হ্যাঁ, আছে। অতঃপর উম্মে সালামা আপন খাদেমাকে বলিলেন, যাও সেই গোগুলি হুযূর (ﷺ)-কে আনিয়া দাও। সুতরাং খাদেমা গেল; কিন্তু তাকে এক খণ্ড পাথর ছাড়া কিছুই পাইল না। দেখিয়া নবী করীম (ﷺ) বলিলেন, সেই গোশত খণ্ডই পাথর খণ্ড হইয়া গিয়াছে, যেহেতু তোমরা উহা ভিক্ষুককে দাও নাই। – বায়হাকী দালায়েলে নবুওতে
وَعَن مولى لعُثْمَان رَضِي الله عَنهُ قَالَ: أُهْدِيَ لِأُمِّ سَلَمَةَ بُضْعَةٌ مِنْ لَحْمٍ وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْجِبُهُ اللَّحْمُ فَقَالَتْ لِلْخَادِمِ: ضَعِيهِ فِي الْبَيْتِ لَعَلَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُهُ فَوَضَعَتْهُ فِي كَوَّةِ الْبَيْتِ. وَجَاءَ سَائِلٌ فَقَامَ عَلَى الْبَابِ فَقَالَ: تَصَدَّقُوا بَارَكَ اللَّهُ فِيكُمْ. فَقَالُوا: بَارَكَ اللَّهُ فِيكَ. فَذَهَبَ السَّائِلُ فَدَخَلَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَا أَمَّ سَلَمَةَ هَلْ عِنْدَكُمْ شَيْءٌ أَطْعَمُهُ؟» . فَقَالَتْ: نَعَمْ. قَالَتْ لِلْخَادِمِ: اذْهَبِي فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذَلِكِ اللَّحْمِ. فَذَهَبَتْ فَلَمْ تَجِدْ فِي الْكَوَّةِ إِلَّا قِطْعَةَ مَرْوَةٍ فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم: «فَإِن ذَلِك اللَّحْمَ عَادَ مَرْوَةً لِمَا لَمْ تُعْطُوهُ السَّائِلَ» . رَوَاهُ الْبَيْهَقِيّ فِي دَلَائِل النُّبُوَّة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৮৮০ | মুসলিম বাংলা