মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৮৮১
- যাকাতের অধ্যায়
৫. তৃতীয় অনুচ্ছেদ - দানের মর্যাদা ও কৃপণতার পরিণাম
১৮৮১। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) একদা বলিলেন, আমি কি তোমাদের বলিব না সর্বাপেক্ষা মন্দস্তরের ব্যক্তি কে? উত্তরে বলা হইল, হ্যাঁ, বলুন হুযূর। হুযূর বলিলেনঃ সে ব্যক্তি যাহার নিকট আল্লাহর নামে কিছু চাওয়া হয় আর সে তাঁহার নামে কিছু দেয় না। —আমদ
كتاب الزكاة
وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَتْ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَلَا أُخْبِرُكُمْ بِشَرِّ النَّاسِ مَنْزِلًا؟ قِيلَ: نَعَمْ قَالَ: الَّذِي يُسْأَلُ بِاللَّهِ وَلَا يُعْطِي بِهِ . رَوَاهُ أَحْمد
tahqiqতাহকীক:তাহকীক চলমান