মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৮৭৯
৫. তৃতীয় অনুচ্ছেদ - দানের মর্যাদা ও কৃপণতার পরিণাম
১৮৭৯। হযরত উম্মে বুজায়দ (রাঃ) বলেন, আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্ ! কখনও মিসকীন আমার দ্বারে দাঁড়ায় যাহাকে আমি লজ্জাবোধ করি অথচ আমার ঘরে এমন কিছু থাকে না যাহা আমি তাহার হাতে দিতে পারি। হুযূর (ﷺ) বলিলেনঃ তাহার হাতে দিতে চেষ্টা কর যদিও (গরু ছাগলের) একটা পোড়া খুরও হয় (অর্থাৎ, সামান্য জিনিসও হয়)। —আহমদ, আবু দাউদ ও তিরমিযী। তিরমিযী বলেন, এই হাদীসটি হাসান সহীহ্ ।
وَعَن أم بجيد قَالَتْ: قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ الْمِسْكِينَ لِيَقِفُ عَلَى بَابِي حَتَّى أَسْتَحْيِيَ فَلَا أَجِدُ فِي بَيْتِي مَا أَدْفَعُ فِي يَدِهِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ادْفَعِي فِي يَدِهِ وَلَوْ ظِلْفًا مُحْرَقًا» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৮৭৯ | মুসলিম বাংলা