মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৮৪৯
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - যার জন্য কিছু চাওয়া হালাল নয় এবং যার জন্য হালাল
১৮৪৯। তাবেয়ী আতা ইবনে ইয়াসার (রঃ) বনী আসাদ গোত্রের এক সাহাবী প্রমুখাৎ বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমাদের মধ্যে যে ব্যক্তি কাহারও নিকট কিছু সওয়াল করিয়াছে অথচ তাহার নিকট এক উকিয়া (অর্থাৎ, ৪০ দিরহাম) অথবা উহার পরিমাণ সম্বল আছে, সে নিশ্চয় জোর করিয়া সওয়াল করিয়াছে। —মালেক, আবু দাউদ ও নাসায়ী
وَعَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ رَجُلٍ مِنْ بَنِي أَسَدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَأَلَ مِنْكُمْ وَلَهُ أُوقِيَّةٌ أَوْ عَدْلُهَا فَقَدْ سَأَلَ إِلْحَافًا» . رَوَاهُ مَالك وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ

হাদীসের ব্যাখ্যা:

জোর করিয়া মূলে 'ইলহাফ' শব্দ রহিয়াছে, যাহার অর্থ জোর করিয়া সওয়াল করা, পুনঃ পুনঃ সওয়াল করা, আঁকড়াইয়া সওয়াল করা ইহা নিন্দনীয়। কুরআনে ইহাকে ভাল লোকের কাজ নহে' বলা হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৮৪৯ | মুসলিম বাংলা