মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৮১৯
২. তৃতীয় অনুচ্ছেদ - ফিত্বরার বর্ণনা
১৮১৯। হযরত আমর ইবনে শোআয়ব কর্তৃক তাঁহার পিতা ও তাঁহার দাদা পরম্পরায় বর্ণিত আছে যে, নবী করীম (ﷺ) একবার মক্কার গলিসমূহে ঘোষণাকারী পাঠাইয়া ঘোষণা করিলেনঃ জানিয়া রাখ! সদকায়ে ফিতর ওয়াজিব প্রত্যেক মুসলমান পুরুষ ও নারী, আযাদ ও গোলাম এবং ছোট ও বড় সকলের উপর দুই 'মুদ' গম বা উহা ছাড়া অন্য কিছু বা এক সাআ খাদ্য। – তিরমিযী
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ مُنَادِيًا فِي فِجَاجِ مَكَّةَ: «أَلَا إِنَّ صَدَقَةَ الْفِطْرِ وَاجِبَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ ذَكَرٍ أَوْ أُنْثَى حُرٍّ أَوْ عَبْدٍ صَغِيرٍ أَوْ كَبِيرٍ مُدَّانِ مِنْ قَمْحٍ أَوْ سِوَاهُ أَوْ صَاع من طَعَام» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

এক ‘মুদ’ আমাদের সোয়া চৌদ্দ ছটাকের সমান। চারি মুদে এক সাআ। ‘অন্য কিছু’—অর্থে ইমাম আবু হানীফার মতে আঙ্গুরকে বুঝান হইয়াছে। তাঁহার মতে উহা গমের পর্যায়ের।
tahqiqতাহকীক:তাহকীক চলমান