মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৮২০
২. তৃতীয় অনুচ্ছেদ - ফিত্বরার বর্ণনা
১৮২০। আব্দুল্লাহ্ ইবনে সা'লাবা অথবা সা'লাবা ইবনে আব্দুল্লাহ্ ইবনে আবু সুআইর তাঁহার পিতা হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ এক সাআ গম প্রত্যেক দুই ব্যক্তির পক্ষ হইতে— ছোট হউক বা বড়; আযাদ হউক বা গোলাম এবং পুরুষ হউক বা নারী। তোমাদের মধ্যে যে ধনী তাহাকে আল্লাহ্ ইহা দ্বারা পবিত্র করিবেন; কিন্তু যে দরিদ্র তাহাকে আল্লাহ্ ফেরত দিবেন যাহা সে দিয়াছিল তাহা হইতে অধিক। –আবু দাউদ
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ ثَعْلَبَةَ أَوْ ثَعْلَبَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي صُعَيْرٍ عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَاعٌ مِنْ بُرٍّ أَوْ قَمْحٍ عَنْ كُلِّ اثْنَيْنِ صَغِيرٍ أَوْ كَبِيرٍ حُرٍّ أَوْ عَبْدٍ ذَكَرٍ أَوْ أُنْثَى. أَمَّا غَنِيُّكُمْ فَيُزَكِّيهِ اللَّهُ. وَأَمَّا فَقِيرُكُمْ فَيَرُدُّ عَلَيْهِ أَكْثَرَ مَا أعطَاهُ» . رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৮২০ | মুসলিম বাংলা