মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৮১৩
১. তৃতীয় অনুচ্ছেদ - যেসব জিনিসের যাকাত দিতে হয়
১৮১৩। হযরত আলী (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ শাক সবজিতে যাকাত নাই, আরিয়ায় যাকাত নাই, পাঁচ ওসকের কমে (শস্যে) যাকাত নাই, কাজের উট গরুতে যাকাত নাই এবং ঘোড়া, খচ্চর ও কৃতদাসে যাকাত নাই। —দারা কুতনী
عَنْ عَلِيٍّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَيْسَ فِي الْخَضْرَاوَاتِ صَدَقَةٌ وَلَا فِي الْعَرَايَا صَدَقَةٌ وَلَا فِي أَقَلَّ مِنْ خَمْسَةِ أَوْسُقٍ صَدَقَةٌ وَلَا فِي الْعَوَامِلِ صَدَقَةٌ وَلَا فِي الْجَبْهَةِ صَدَقَةٌ» . قَالَ الصَّقْرُ: الْجَبْهَةُ الْخَيل وَالْبِغَال وَالْعَبِيد. رَوَاهُ الدَّارَقُطْنِيّ
হাদীসের ব্যাখ্যা:
'আরিয়া’– সে সকল খেজুর গাছকে বলে, যাহার মালিক উহার ফল খাওয়ার জন্য কোন গরীবকে এক বৎসরের জন্য দান করিয়াছেন।
