মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৮০৬
১. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব জিনিসের যাকাত দিতে হয়
১৮০৬। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) খয়বরের ইহুদীদের নিকট আব্দুল্লাহ্ ইবনে রাওয়াহাকে পাঠাইতেন। তিনি তাহাদের খেজুর অনুমান করিতেন, যখন খেজুরে মিষ্টি আরম্ভ হইত — খাওয়ার যোগ্য হইবার পূর্বে। —আবু দাউদ
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يبْعَث عبد الله ابْن رَوَاحَةَ إِلَى يَهُودٍ فَيَخْرُصُ النَّخْلَ حِينَ يَطِيبُ قَبْلَ أَنْ يُؤْكَلَ مِنْهُ. رَوَاهُ أَبُو دَاوُدَ

হাদীসের ব্যাখ্যা:

খয়বরের ইহুদীগণ বশ্যতা স্বীকারকালে হুযুরের সাথে বার্ষিক যে পরিমাণ ফল দিবার চুক্তি করিয়াছিল ইহা সেই চুক্তির খেজুর। এ সকল হাদীস হইতে বুঝা যায়, ফলে অনুমান করাই যথেষ্ট। কিন্তু ফকীহগণের মতে সুদ হইবে। অতএব, মাপিয়া লওয়া আবশ্যক। তাঁহাদের মতে এ সকল হাদীস সুদ হারাম হইবার পূর্বের। শায়খ দেহলবী বলেন, ব্যাপার তাহা নহে। সুদ হারাম বেচা বিক্রিতে আর ইহা হইল যাকাতের ব্যাপার।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৮০৬ | মুসলিম বাংলা