মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৮০৫
১. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব জিনিসের যাকাত দিতে হয়
১৮০৫। হযরত সাহল ইবনে আবু হাসমা (রাঃ) হইতে বর্ণিত আছে, তিনি এই হাদীস বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিতেনঃ যখন তোমরা অনুমান করিবে, (দুই তৃতীয়াংশ) গ্রহণ করিবে এবং এক তৃতীয়াংশ ছাড়িয়া দিবে। যদি এক তৃতীয়াংশ না ছাড়, অন্ততঃ এক চতুর্থাংশ ছাড়িবে। —তিরমিযী, আবু দাউদ ও নাসায়ী
وَعَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ حَدَّثَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «إِذَا خَرَصْتُمْ فَخُذُوا وَدَعُوا الثُّلُثَ فَإِنْ لَمْ تَدَعُوا الثُّلُثَ فَدَعُوا الرُّبُعَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
হাদীসের ব্যাখ্যা:
যাকাত উসূলকারীদের প্রতি হুযূর (ﷺ) এই হুকুম ফলের মালিকদের প্রতি দয়া পরবশ হইয়াই করিয়াছেন, যাহাতে তাহারা নিজেদের গরীব প্রতিবেশী ও রাহ্গীর মুসাফিরদের বিদায়কালে তাহাদের নিজেদের অংশ হইতে খরচ করিতে না হয়। হুযুরের এই নির্দেশ ফল মূল সম্পর্কেই সীমাবদ্ধ। কেননা, ইহা সাথে সাথে খাওয়ার জিনিস।
