মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৮০৪
১. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব জিনিসের যাকাত দিতে হয়
১৮০৪। হযরত আত্তাব ইবনে আসীদ (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) আঙ্গুরের যাকাত সম্পর্কে বলিয়াছেনঃ উহা অনুমান করা হইবে যেভাবে খেজুর অনুমান করা হয় গাছে। অতঃপর উহার যাকাত দেওয়া হইবে 'যবীব' অবস্থায় যেভাবে খেজুরের যাকাত দেওয়া হয়, 'তমর' অবস্থায়। – তিরমিযী ও আবু দাউদ
وَعَنْ عَتَّابِ بْنِ أَسِيدٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي زَكَاةِ الْكُرُومِ: «إِنَّهَا تُخْرَصُ كَمَا تُخْرَصُ النَّخْلُ ثُمَّ تُؤَدَّى زَكَاتُهُ زَبِيبًا كَمَا تُؤَدَّى زَكَاةُ النَّخْلِ تَمْرًا» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
আঙ্গুর ও খেজুরের যাকাত ফল গাছে থাকিতে অনুমান করিয়া দিতে হয়। আঙ্গুরে যখন মিষ্টি আরম্ভ হয়, তখন ইহাকে 'যবীব বলে, আর খেজুরে যখন মিষ্টি আসে, তখন উহাকে 'তমর' বলা হয়।
