মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৮০৩
১. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব জিনিসের যাকাত দিতে হয়
১৮০৩। তাবেয়ী মুসা ইবনে তালহা (রঃ) বলেন, আমাদের নিকট হযরত মুআয ইবনে জাবাল (রাঃ)-এর একখানা লিপি আছে, যাহা তাঁহাকে নবী করীম (ﷺ)-এর পক্ষ হইতে দেওয়া হইয়াছিল। মুসা ইবনে তালহা বলেন, নবী করীম (ﷺ) তাঁহাকে নির্দেশ দিয়াছিলেন——গম, যব, আঙ্গুর ও খেজুর হইতে যাকাত উসূল করিতে। — শরহে সুন্নাহ্ মুরসাল হিসাবে
وَعَنْ مُوسَى بْنِ طَلْحَةَ قَالَ: عِنْدَنَا كِتَابُ مُعَاذِ بْنِ جَبَلٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: إِنَّمَا أَمَرَهُ أَنْ يَأْخُذَ الصَّدَقَةَ مِنَ الْحِنْطَةِ وَالشَّعِيرِ وَالزَّبِيبِ وَالتَّمْرِ. مُرْسل رَوَاهُ فِي شرح السّنة
হাদীসের ব্যাখ্যা:
নবী করীমের যুগেও যে হাদীস লিখা হইত এই হাদীস তাহারই একটি প্রমাণ।
