মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৮০৭
১. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব জিনিসের যাকাত দিতে হয়
১৮০৭। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ মধুতে প্রত্যেক দশ মশকে এক মশক যাকাত। তিরমিযী হাদীসটি বর্ণনা করিয়াছেন এবং বলিয়াছেন যে, ইহার সনদে কথা রহিয়াছে। মধুর যাকাতের ব্যাপারে নবী করীম (ﷺ) হইতে সহীহ সূত্রে বেশী কিছু প্রমাণিত হয় নাই।
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم فِي الْعَمَل: «فِي كُلِّ عَشْرَةِ أَزُقٍّ زِقٌّ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: فِي إِسْنَادِهِ مَقَالٌ وَلَا يَصِحُّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا الْبَاب كثير شَيْء

হাদীসের ব্যাখ্যা:

মধুর যাকাতের ব্যাপারে সহীহ্ কোন হাদীস না থাকায় ইমাম শাফেয়ী মধুর যাকাত হইবে না বলিয়া মনে করেন। পক্ষান্তরে ইমাম আ'যম বলেন, ইহা যমীনে উৎপন্ন দ্রব্যের অন্তর্গত। সুতরাং ইহাতে ‘ওশর' হইবে যদি ওশরী যমীনে পাওয়া যায় অথবা পাহাড়ে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৮০৭ | মুসলিম বাংলা