মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৭৯৯
১. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব জিনিসের যাকাত দিতে হয়
১৭৯৯। হযরত আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ (সওয়ারীর) ঘোড়ায় এবং (খেদমতের) কৃতদাসে আমি যাকাত মাফ করিয়া দিলাম । অতঃপর তোমরা রূপার যাকাত দিও প্রত্যেক চল্লিশ দিরহামে এক দিরহাম। একশত নব্বইতেও যাকাত নাই; কিন্তু রূপা যখন দুইশত দিরহামে পৌঁছে, তখন উহাতে পাঁচ দিরহাম যাকাত। – তিরমিযী ও আবু দাউদ
কিন্তু আবু দাউদের অপর এক বর্ণনায় হারেস আওয়ার হযরত আলী (রাঃ) হইতে বর্ণনা করিয়াছেন। উহাতে (হারেসের শাগরিদ) যুহায়র বলেন, আমি মনে করি, হারেস হযরত আলী হইতে এবং আলী নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করিয়াছেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ (রূপায়) ওশরের চারি ভাগের এক ভাগ, (অর্থাৎ,) প্রত্যেক চল্লিশ দিরহামে এক দির হাম দিবে। তোমাদের প্রতি কিছুই নাই যে পর্যন্ত না উহা পূর্ণ দুইশত দিরহাম হয়। যখন পূর্ণ দুইশত দিরহাম হইবে, উহাতে পাঁচ দিরহাম। অতঃপর ইহার উপর যত বেশী হইবে এই হিসাবে দিবে ।
ছাগল-ভেড়ায় চল্লিশ ছাগলে এক ভেড়া একশত বিশ পর্যন্ত। যদি ইহার উপর এক ছাগলও অধিক হয়, তবে দুইশত পর্যন্ত দুই ভেড়া। যদি ইহার উপর এক ছাগলও অধিক হয়, তবে তিনশত পর্যন্ত তিন ভেড়া। যদি তিন শতের অধিক হয়, তবে প্রত্যেক এক শতে এক ছাগল। যদি উনচল্লিশটিও হয়, তবে উহাতে তোমার প্রতি কিছুই নাই।
গরুতে, প্রত্যেক ত্রিশ গরুতে দ্বিতীয় বছরে পড়িয়াছে এমন একটি বাচ্চা এবং চল্লিশ গরুতে দুই বছর পূর্ণ হইয়া তৃতীয় বছরে পড়িয়াছে এমন একটি বাচ্চা। কাজের উট গরুতে কিছুই নাই ।
কিন্তু আবু দাউদের অপর এক বর্ণনায় হারেস আওয়ার হযরত আলী (রাঃ) হইতে বর্ণনা করিয়াছেন। উহাতে (হারেসের শাগরিদ) যুহায়র বলেন, আমি মনে করি, হারেস হযরত আলী হইতে এবং আলী নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করিয়াছেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ (রূপায়) ওশরের চারি ভাগের এক ভাগ, (অর্থাৎ,) প্রত্যেক চল্লিশ দিরহামে এক দির হাম দিবে। তোমাদের প্রতি কিছুই নাই যে পর্যন্ত না উহা পূর্ণ দুইশত দিরহাম হয়। যখন পূর্ণ দুইশত দিরহাম হইবে, উহাতে পাঁচ দিরহাম। অতঃপর ইহার উপর যত বেশী হইবে এই হিসাবে দিবে ।
ছাগল-ভেড়ায় চল্লিশ ছাগলে এক ভেড়া একশত বিশ পর্যন্ত। যদি ইহার উপর এক ছাগলও অধিক হয়, তবে দুইশত পর্যন্ত দুই ভেড়া। যদি ইহার উপর এক ছাগলও অধিক হয়, তবে তিনশত পর্যন্ত তিন ভেড়া। যদি তিন শতের অধিক হয়, তবে প্রত্যেক এক শতে এক ছাগল। যদি উনচল্লিশটিও হয়, তবে উহাতে তোমার প্রতি কিছুই নাই।
গরুতে, প্রত্যেক ত্রিশ গরুতে দ্বিতীয় বছরে পড়িয়াছে এমন একটি বাচ্চা এবং চল্লিশ গরুতে দুই বছর পূর্ণ হইয়া তৃতীয় বছরে পড়িয়াছে এমন একটি বাচ্চা। কাজের উট গরুতে কিছুই নাই ।
عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَدْ عَفَوْتُ عَنِ الْخَيْلِ وَالرَّقِيقِ فَهَاتُوا صَدَقَةً الرِّقَةِ: مِنْ كُلِّ أَرْبَعِينَ دِرْهَمًا دِرْهَمٌ وَلَيْسَ فِي تِسْعِينَ وَمِائَةٍ شَيْءٌ فَإِذَا بَلَغَتْ مِائَتَيْنِ فَفِيهَا خَمْسَةُ دَرَاهِمَ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ
وَفِي رِوَايَةٍ لأبي دَاوُد عَن الْحَارِث عَنْ عَلِيٍّ قَالَ زُهَيْرٌ أَحْسَبُهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: هَاتُوا رُبْعَ الْعُشْرِ مِنْ كُلِّ أَرْبَعِينَ دِرْهَمًا دِرْهَمٌ وَلَيْسَ عَلَيْكُمْ شَيْءٌ حَتَّى تَتِمَّ مِائَتَيْ دِرْهَمٍ. فَإِذَا كَانَتْ مِائَتَيْ دِرْهَمٍ فَفِيهَا خَمْسَةُ دَرَاهِمَ. فَمَا زَادَ فَعَلَى حِسَابِ ذَلِكَ. وَفِي الْغَنَمِ فِي كُلِّ أَرْبَعِينَ شَاةً شَاةٌ إِلَى عِشْرِينَ وَمِائَة ز فَإِن زَادَت وَاحِدَة فشاتان إِلَى مِائَتَيْنِ. فَإِن زَادَتْ فَثَلَاثُ شِيَاهٍ إِلَى ثَلَاثِمِائَةٍ فَإِذَا زَادَتْ على ثَلَاث مائَة فَفِي كُلِّ مِائَةٍ شَاةٌ. فَإِنْ لَمْ تَكُنْ إِلَّا تِسْعٌ وَثَلَاثُونَ فَلَيْسَ عَلَيْكَ فِيهَا شَيْءٌ
وَفِي الْبَقَرِ: فِي كُلِّ ثَلَاثِينَ تَبِيعٌ وَفِي الْأَرْبَعين مُسِنَّة وَلَيْسَ على العوامل شَيْء
وَفِي رِوَايَةٍ لأبي دَاوُد عَن الْحَارِث عَنْ عَلِيٍّ قَالَ زُهَيْرٌ أَحْسَبُهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: هَاتُوا رُبْعَ الْعُشْرِ مِنْ كُلِّ أَرْبَعِينَ دِرْهَمًا دِرْهَمٌ وَلَيْسَ عَلَيْكُمْ شَيْءٌ حَتَّى تَتِمَّ مِائَتَيْ دِرْهَمٍ. فَإِذَا كَانَتْ مِائَتَيْ دِرْهَمٍ فَفِيهَا خَمْسَةُ دَرَاهِمَ. فَمَا زَادَ فَعَلَى حِسَابِ ذَلِكَ. وَفِي الْغَنَمِ فِي كُلِّ أَرْبَعِينَ شَاةً شَاةٌ إِلَى عِشْرِينَ وَمِائَة ز فَإِن زَادَت وَاحِدَة فشاتان إِلَى مِائَتَيْنِ. فَإِن زَادَتْ فَثَلَاثُ شِيَاهٍ إِلَى ثَلَاثِمِائَةٍ فَإِذَا زَادَتْ على ثَلَاث مائَة فَفِي كُلِّ مِائَةٍ شَاةٌ. فَإِنْ لَمْ تَكُنْ إِلَّا تِسْعٌ وَثَلَاثُونَ فَلَيْسَ عَلَيْكَ فِيهَا شَيْءٌ
وَفِي الْبَقَرِ: فِي كُلِّ ثَلَاثِينَ تَبِيعٌ وَفِي الْأَرْبَعين مُسِنَّة وَلَيْسَ على العوامل شَيْء
হাদীসের ব্যাখ্যা:
'মাফ করিয়া দিলাম' – ইহাতে বুঝা গেল যে, শরীআতের বিধি রচনা করার অধিকার নবী করীম (ﷺ)-এরও ছিল। আল্লাহ্ তাঁহাকে এই অধিকার দিয়াছিলেন। এই হাদীস অনুসারে ইমাম আ'যম, শাফেয়ী ও আহমদ (রঃ) বলেন, কৃষি ও আরোহণ প্রভৃতি কাজের জন্য পালিত উট গরুতে যাকাত নাই।
এখানে হুযূর (ﷺ) যাহাদের সম্বোধন করিয়াছেন, তাহাদের কাহারও সম্ভবতঃ উট ছিল না। তাই এখানে উটের যাকাতের কথা বলা হয় নাই। মহিষ গরুর পর্যায়ভুক্ত। সুতরাং উহার যাকাত গরুর ন্যায় হইবে। ছাগল ও ভেড়া এই দুই শ্রেণীকে একসঙ্গে আরবীতে 'গনম' বলে। মূলে 'গনম' শব্দই রহিয়াছে।
এখানে হুযূর (ﷺ) যাহাদের সম্বোধন করিয়াছেন, তাহাদের কাহারও সম্ভবতঃ উট ছিল না। তাই এখানে উটের যাকাতের কথা বলা হয় নাই। মহিষ গরুর পর্যায়ভুক্ত। সুতরাং উহার যাকাত গরুর ন্যায় হইবে। ছাগল ও ভেড়া এই দুই শ্রেণীকে একসঙ্গে আরবীতে 'গনম' বলে। মূলে 'গনম' শব্দই রহিয়াছে।
