মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৮০০
১. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব জিনিসের যাকাত দিতে হয়
১৮০০। হযরত মুআয ইবনে জাবাল (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) যখন তাহাকে ইয়ামনের দিকে (শাসনকর্তা করিয়া) পাঠাইলেন, নির্দেশ দিলেনঃ গরুর যাকাতে প্রত্যেক ত্রিশ গরুতে একটি পূর্ণ এক বছরী নর অথবা মাদা বাচ্চা এবং প্রত্যেক চল্লিশ গরুতে একটি পূর্ণ দুই বছরী বাচ্চা গ্রহণ করিবে। —আবু দাউদ, তিরমিযী, নাসায়ী ও দারেমী
وَعَنْ مُعَاذٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا وَجَّهَهُ إِلَى الْيَمَنِ أَمْرَهُ أَنْ يَأْخُذَ مِنْ الْبَقَرَة: مِنْ كُلِّ ثَلَاثِينَ تَبِيعًا أَوْ تَبِيعَةً وَمِنْ كل أَرْبَعِينَ مُسِنَّةً. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ والدارمي
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৮০০ | মুসলিম বাংলা