মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৭৯৭
১. প্রথম অনুচ্ছেদ - যেসব জিনিসের যাকাত দিতে হয়
১৭৯৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে, হুযূর (ছাঃ) বলিয়াছেন যাহাতে আকাশ অথবা প্রবহমান কৃপ পানি দান করে অথবা যাহা নালা দ্বারা সিক্ত হয়, তাহাতে 'ওশর' (অর্থাৎ, দশ ভাগের এক ভাগ, ) আর যাহা সেচ দ্বারা সিক্ত হয়, তাহাতে অর্ধ ওশর (অর্থাৎ, বিশ ভাগের এক ভাগ)। বুখারী
بَابُ مَا يَجِبُ فِيْهِ الزَّكَاةُ
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «فِيمَا سَقَتِ السَّمَاءُ وَالْعُيُونُ أَوْ كَانَ عَثَرِيًّا الْعُشْرُ. وَمَا سقِِي بالنضح نصف الْعشْر» . رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস এবং অপর এক হাদীস অনুসারে ইমাম আ'যম (রঃ) বলেন, যমীনে উৎপন্ন যাবতীয় ফসলেই ওশর অথবা অর্ধ ওশর হইবে—চাই উহা দীর্ঘস্থায়ী শস্য হউক চাই স্বল্পস্থায়ী শাক সবজী। পক্ষান্তরে ইমাম শাফেয়ী প্রমুখ ইমামগণ বলেন, স্বল্পস্থায়ী শাক সবজীতে যাকাত নাই। কোন যমীনে ওশর বা অর্ধ ওশর দিতে হইবে, আর কোন যমীনে খাজনা তাহা ফেকাহর কিতাবে দেখিয়া লইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৭৯৭ | মুসলিম বাংলা